জম্মু ও কাশ্মীরে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে বোমা বিস্ফোরণে দুজন নিহত ও সাতজন আহত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) অনন্তনাগ ও শ্রীনগরে পৃথক বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের ওয়াগুড়া এলাকায় একটি গ্রেনেড ছুড়ে মারে জঙ্গিরা। ওই সময় সেখানে সরকারের ‘গ্রামে ফিরো‘ কর্মসূচির অনুষ্ঠান চলছিলো। এ হামলায় দুজন নিহত ও চারজন আহত হয়।

বিজ্ঞাপন

একই দিন বিকেলে শ্রীনগর শহরে অবস্থিত কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের কাছে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়। আহতের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহে জম্মু ও কাশ্মীরের বিশেষ আইন প্রত্যাহার করে নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্যের মর্যাদা খর্ব করে ইউনিয়ন টেরিটরির আওতাভুক্ত করা হয় জন্মু ও কাশ্মীরকে। একইসঙ্গে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে দেয়া হয় লাদাখকে, করা হয় ইউনিয়ন টেরিটরি।

ওই সময় থেকে জম্মু ও কাশ্মীরে অবরোধ চলছে। মোবাইল, ইন্টারনেটসহ বিভিন্ন যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।