মালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৩ ফরাসি সেনা নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় মালিতে ১৩ ফরাসি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন। দুর্ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।

গত কয়েক দশকের মধ্যে সোমবারের (২৫ নভেম্বর) দুর্ঘটনাই প্রথম যেখানে এক সঙ্গে ১৩ সেনাকে হারালো ফ্রান্স।

বিজ্ঞাপন

ঠিক কী কারণে বা কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তা এখনও পরিষ্কার নয়। তবে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানায়, সেনাবাহী একটি হেলিকপ্টারের সঙ্গে পণ্যবাহী আরেকটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

২০১৩ সালে মালিতে সামরিক অভিযান শুরুর পর এ নিয়ে ৩৮ জন ফরাসি সেনা নিহত হলেন।

মালির উত্তরাঞ্চল ইসলামি জঙ্গিরা দখলে নিলে ২০১৩ সালে সাবেক উপনিবেশটিতে সেনা মোতায়েন করে ফ্রান্স। এরই মধ্যে কিছু জায়গা জঙ্গিমুক্ত করতে সক্ষম হলেও মালির উত্তরাঞ্চলে এখনও অনিরাপত্তা বিরাজ করছে। একই সঙ্গে মালির সীমান্তবর্তী দেশগুলোয়ও সহিংসতা অব্যাহত রয়েছে।

ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়তে মালি, মৌরিতানিয়া, নাইজার, বারকিনা ফাসো ও শাদে ফ্রান্সের সাড়ে ৪ হাজার সেনা মোতায়েন রয়েছে।