১৫০ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধভাবে প্রবেশ ও ভিসার নিয়ম মেনে না চলায় ১৫০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ভারতীয়কে নিয়ে একটি বিশেষ বিমান বুধবার (২০ নভেম্বর) নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিমানটি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে বুধবার সকালে অবতরণ করে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ হয়ে নয়াদিল্লিতে আসে বিমানটি।

বিজ্ঞাপন

কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হয় ফেরত আসা ব্যক্তিদের।

এর আগে ১৮ অক্টোবর মেক্সিকো কর্তৃপক্ষ এক নারীসহ তিনশ জনেরও বেশি ভারতীয়কে ফেরত পাঠায়। তারা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছিল।

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের ধর-পাকড় ও জোর করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপে জোড়সোড় শুরু হয়। প্রতিবেশী দেশ মেক্সিকোকে অনুপ্রবেশ ঠেকাতে কড়া হওয়ার আহ্বান ও হুঁশিয়ারি দেয় ট্রাম্প প্রশাসন। ২০১৬ সালের নির্বাচনের মতো আগামী প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায়ও অবৈধ অভিবাসী ইস্যুকে সামনে রাখছেন ট্রাম্প।