স্কুলে দেরি করে আসায় শিক্ষককে খুঁটিতে বাঁধল গ্রামবাসী

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আনন্দবাজার পত্রিকা

ছবি: আনন্দবাজার পত্রিকা

স্কুলে আসার কথা ১০টা ৪০ মিনিটে। কিন্তু প্রধান শিক্ষক উপস্থিত হলেন সাড়ে এগারোটায়। দেরি করে স্কুলে আসায় সেই প্রধান শিক্ষককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখল গ্রামবাসী। চলতি সপ্তাহের সোমবার (১৮ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ঝালদার পুস্তি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। সম্প্রতি ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এলাকাবাসীর দাবি, ওই প্রধান শিক্ষক একজন দুর্নীতিবাজ ও সময়মত স্কুলে আসেন না। তাকে বহুবার সতর্ক করা হলেও সে তার চরিত্রের পরিবর্তন করতে পারে নি। আর চলতি সপ্তাহের সোমবার সে দেরি করে আসলে তাকে স্কুলের পিছনে নিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে পুলিশ এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ ঘটনার সঙ্গে জড়িত দুই গ্রামবাসীকে গ্রেফতার করেছে রাজ্যপুলিশ। তবে এ ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির প্রাথমিক শিক্ষক সমিতি।

এ বিষয়ে এলাকাটির পঞ্চায়েত সদস্যা সন্ধ্যা কুমার বলেন, ঘটনার সময় আমি গ্রামে ছিলাম না। তবে যেই কাজটি করুক তা মোটেও ভাল করেনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা