লিবিয়ায় বিস্কুট ফ্যাক্টরিতে প্লেন হামলা, বাংলাদেশিসহ নিহত ৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, ছবি: সংগৃৃহীত

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, ছবি: সংগৃৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় প্লেন হামলায় এক বাংলাদেশি নাগরিকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সোমবার (১৮ নভেম্বর) ত্রিপোলির ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত কারখানাটিতে হামলা চালানো হয়। শহরটিতে গত কয়েক মাস ধরে হামলা চলছে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেত এপিকে জানান, ‘নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, দুইজন স্থানীয় নাগরিক ও বাকিরা আফ্রিকার বিভিন্ন দেশের শ্রমিক।

লিবিয়ায় প্লেন হামলায় নিহত বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস।

রাতে এক বার্তায় রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী জানিয়েছেন, হতভাগ্য বাংলাদেশির নাম আবুল হাছান ওরফে বাবুলাল। তিনি রাজশাহী জেলার বাসিন্দা।  আহত হয়েছেন ১৫ বাংলাদেশি। তার মধ্যে কুমিল্লার ইমন এবং ঝিনাইদাহের মোহাব্বত আলীর অবস্থা গুরুতর। আশংকাজনক অবস্থায় আইসিইউতে তাদের চিকিৎসা চলছে। তারা বর্তমানে ত্রিপলি মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে।