বুরকিনা ফাসোতে বন্দুকধারীর হামলায় নিহত ৩৭

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বুরকিনা ফাসোর সেনাবাহিনী, ছবি: সংগৃহীত

বুরকিনা ফাসোর সেনাবাহিনী, ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছে আরও ৬০ জন। বুধবার (৬ নভেম্বর) এই হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আঞ্চলিক গভর্নর সাইদৌ সানৌ বলেন, নিহত সবাই কানাডিয়ান সোনার খনি সেমফাওর শ্রমিক। খনির শ্রমিকদের বহনকারী বাসে হামলা চালায় বন্দুকধারীরা। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

এর আগে সেমফাও এক বিবৃতিতে জানায়, বোঙ্গো থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পূর্বাঞ্চলীয় বোঙ্গো খনিতে যাওয়ার পথে পাঁচটি বাসের ওপর হামলা চালানো হয়েছে। আর এ সময় শ্রমিকদের নিরাপত্তায় নিয়োজিত সামরিক বাহিনীর সদস্যদের ওপর ও হামলা চালানো হয়।

তবে এখন পর্যন্ত নিহতের মধ্যে কোনো সামরিক বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানায় দেশটির সেনাবাহিনী। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে বোঙ্গো খনিতে যাওয়ার পথে পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সে সময় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়। আর হামলার জন্য সশস্ত্র ডাকাতদের দোষারোপ করে সেমফাও। আর হামলার পর খনির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটিতে এটি সবচেয়ে মারাত্মক হামলা বলে জানা যায়।

উল্লেখ্য, বুরকিনা ফাসো একটি দরিদ্র এবং রাজনৈতিকভাবে ভঙ্গুর দেশ। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে প্রতিবেশী দেশ মালি থেকে আগত জিহাদিরা সহিংসতা চালিয়ে আসছে। আর এই সহিংসতায় সর্বশেষ চার বছরে প্রায় পাঁচ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।