দক্ষিণ আফ্রিকায় শরণার্থীদের প্রতিবাদ অব্যাহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাসংস্থা আনাদলু

ছবি: বার্তাসংস্থা আনাদলু

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় প্রায় তিনশত উদ্বাস্তু ও শরণার্থী তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। টানা তিন সপ্তাহের মত সেখানে প্রতিবাদ চলছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কাছে তাদের দাবি যাতে তাদের অন্য কোন দেশে পুনর্বাসন করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) কেপটাউনে ইউএনএচসিআর কার্যালয়ের সামনে অবস্থান নিলে পুলিশের সাথে শরণার্থীদের সংঘর্ষ ঘটে।

কঙ্গো থেকে আসা এক শরণার্থী পাস্তোর প্রিন্স ইয়োম্বা তুর্কি বার্তাসংস্থা আনাদলুকে বলেন, আমরা আর দক্ষিণ আফ্রিকায় থাকতে চাইনা। ইউএনএচসিআর আমাদের নিরাপত্তা দিক এবং অন্য কোন দেশে পুনর্বাসন করুক। এখানে আমাদের মেরে ফেলা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গৃহযুদ্ধ থেকে বাঁচতে তিনি তার দেশ থেকে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে এসেছেন। কিন্তু এখানে অভিবাসন বিরোধীদের হামলার শিকার হতে হচ্ছে।

সম্প্রতি জোহানেসবার্গে উত্তেজিত শরণার্থীরা বিদেশী মালিকদের দোকানপাট লুট করে এবং আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হন।

অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, খুব কম সংখ্যকদেরই পুনর্বাসন সম্পন্ন করা সম্ভব হয়েছে।