ক্যামেরুনে পাহাড় ধসে নিহত ৪২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার অভিযান চলছে, ছবি: সংগৃহীত

উদ্ধার অভিযান চলছে, ছবি: সংগৃহীত

ক্যামেরুনে ভারী বৃষ্টিপাতে পাহাড়ধসের ঘটনায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশটির পশ্চিমের পার্বত্য অঞ্চলের বাফৌসাম শহরে স্থানীয় সময় রাতে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম ক্যামেরুন রেডিও টেলিভিশন (সিআরটিভি) নিশ্চিত করে।

বিজ্ঞাপন

'সিআরটিভি'র তথ্য অনুযায়ী, নিহতের মধ্যে ২৬ জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

এ বিষয়ে পাহাড়ধসের হাত থেকে বেঁচে যাওয়া আলবার্ট কেনেজি বলেন, 'দশটার দিকে আমি একটি আওয়াজ শুনেছি। আমি ধুলার একটি বিশাল মেঘ দেখি। এরপর যখন ধুলোর মেঘ সরে যায় তখন দেখি যে পাহাড়টি ভেঙে পড়েছে।’

এর আগে আফ্রিকায় ক্যামেরুনের নিকটবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতে বন্যা হয়। আর এর ফলে প্রায় ৩০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা যায়।

আর ইউনিসেফের তথ্য মতে, গত এক সপ্তাহ ধরে হয়ে আসা বৃষ্টিপাতে আফ্রিকার স্বাস্থ্যকেন্দ্র এবং রাস্তা-ঘাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ফলে প্রায় ১০ লাখ লোক খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে বলে জানায় তারা।

সুত্রঃ রয়টার্স