ঈদের দিন আল আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রার্থনা করতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরাইল পুলিশ, ছবি: সংগৃহীত

প্রার্থনা করতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরাইল পুলিশ, ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে ফিলিস্তিনির হাজারো মুসলিম ধর্মাবলম্বী মানুষ জেরুজালেমের আল আকসা মসজিদে প্রার্থনা করতে আসলে তাদেরকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইল পুলিশ।

রোববার (১১ আগস্ট) ঈদুল আজহার প্রথমদিনে প্রার্থনায় আসলে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

বিজ্ঞাপন

ঈদের দিন আল আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা

কাতার ভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, একইদিনে ইহুদী ধর্মাবলম্বীদের ‘তিশা বি’এবে’ নামের ধর্মীয় উৎসব থাকায় একই জায়গা ইসরাইলের মানুষজন জড়ো হয়। এজন্য কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ফিলিস্তিনির মুসলমানদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ঈদের দিন আল আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা

বিক্ষুব্ধ ফিলিস্তিনির নাগরিকরা বলতে থাকে, ‘আমরা আমাদের সর্বস্ব দিয়ে, আমরা তোমাকে পুনরায় উদ্ধার করব আকসা।' এ সময় তারা বিক্ষোভও করেন।

ইসরাইল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে।

সেখানে বেশ কিছুক্ষণের জন্য অস্থির অবস্থা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।