বাবা নওয়াজ শরীফকে কারাগারে দেখতে গিয়ে মেয়ে গ্রেফতার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মরিয়াম নওয়াজ, ছবি: সংগৃহীত

মরিয়াম নওয়াজ, ছবি: সংগৃহীত

পাকিস্তানের কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে মেয়ে মরিয়াম নওয়াজকে গ্রেফতার করেছে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)।

বৃহস্পতিবার (৮ আগস্ট) তাকে আটক করা হয়। তিনি বর্তমানে পাকিস্তানের পিএমএল-এন’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, চৌধুরী সুগার মিলসের (সিএসএম) সঙ্গে সংযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পিএমএল-এন’র বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বর্তমানে জাতীয় জবাবাদিহি ব্যুরোর প্রধান কার্যালয়ে আছেন। গ্রেফতারের পর তাকে এনএবি হেফাজতে রাখা হয়েছে।

এনএবি প্রসিকিউটর হাফিজ আসাদুল্লাহ আওয়ান জানান, আগামীকাল সকালে তাকে জাতীয় জবাবদিহি আদালতে উপস্থিত করা হবে।

তবে মরিয়ামকে গ্রেফতার করায় পাকিস্তানের জাতীয় পরিষদের সামনে পিএমএল-এন’র নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছে।