মালয়েশিয়ায় অবৈধদের সাধারণ ক্ষমা ঘোষণা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গত কয়েক মাস যাবৎ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করতে অভিযান চালায় দেশটি/ ছবি: সংগৃহীত

গত কয়েক মাস যাবৎ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করতে অভিযান চালায় দেশটি/ ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসী শ্রমিকদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ জুলাই) এই ঘোষণা দিয়েছে।

সাধারণ ক্ষমার এই ঘোষণার মধ্য দিয়ে বর্তমানে অবৈধ থাকা শ্রমিকরা পুনরায় নিবন্ধন করে দেশে ফেরত আসতে পারবেন। অবস্থানরত যেসব শ্রমিক বৈধ নিবন্ধনের আওতায় নেই, তারা এই সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন গণমাধ্যমকে জানান, নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘প্রোগ্রাম ব্যাক ফর গুড’। যেটা চলবে আগামী ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/18/1563452782154.gif

তিনি বলেন, ‘আমরা অবৈধ হওয়া শ্রমিকদের আরেকটি সুযোগ দিতে চাই। মাত্র ৭০০ রিঙ্গিত বা ১৪ হাজার টাকা জমা দিয়েই তারা স্বেচ্ছায় এই সুযোগ গ্রহণ করতে পারবেন।’

‘তবে এক্ষেত্রে তাদের সঠিক ভ্রমণ তথ্য, যেমন তাদের পাসপোর্ট ও তাদের দেশে ফেরত যেতে নিজেদের খরচে ভ্রমণ টিকিট জমা দিতে হবে। আবেদনের সাত দিনের মধ্যে দেশে ফেরার বিমান টিকিট প্রদান করতে হবে।’

বৃহস্পতিবার পুত্রজায়ায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ।