জিংপিংয়ের জন্মদিনে আইসক্রিম উপহার দিলেন পুতিন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাদা কেকের দিকে তাকিয়ে আছেন জিংপিং ও পুতিন, ছবি: সংগৃহীত

সাদা কেকের দিকে তাকিয়ে আছেন জিংপিং ও পুতিন, ছবি: সংগৃহীত

ঘনিষ্ঠ বন্ধু বিবেচনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শনিবার (১৫ জুন) নিজের ৬৬তম জন্মদিন উদযাপন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। এ সময় জিংপিংকে আইসক্রিম উপহার দিয়েছেন পুতিন।

রাষ্ট্রের গোপনীয়তা রক্ষার্থে চীনের সিনিয়র নেতাদের ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে আলোচনা এবং তাদের অধিকাংশের সঠিক জন্ম তারিখ জনসম্মুখে প্রকাশ করা হয় না।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/16/1560656656604.jpg

আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবে অবস্থান করছেন পুতিন। সেখানকার একটি হোটেলে জন্মদিন উপলক্ষে জিংপিং ও পুতিন হাতে শ্যাম্পেনের গ্লাস ধরে আছেন, এমন একটি ছবিসহ চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি প্রতিবেদন সম্প্রচারিত হয়।

সম্প্রচারিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, জিংপিংকে পুতিন রাশিয়ান আইসক্রিম উপহার দেন, তখন জিংপিংও পুতিনকে কিছু চীনা চা উপহার দেন। পুতিনকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ‘চীনে পুতিন অত্যন্ত জনপ্রিয়।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/16/1560656758590.jpg

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রদর্শিত ছবিতে দেখা যায়, দুই নেতা একটি সাদা কেকের দিকে তাকিয়ে আছেন, যার ওপর লাল ও নীল রঙের ফুলের নকশা করা এবং চীনা অক্ষরে লেখা ‘জোড়া ছয়ের জন্য শুভ কামনা’

তবে জিংপিং পুতিনের দেওয়া এ কেকটি খেলেন কিনা, তা জানা যায়নি।

সূত্র- রয়টার্স