পাকিস্তান স্টক এক্সচেঞ্জের সিইও'র পদত্যাগ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রিচার্ড মরিন, ছবি: সংগৃহীত

রিচার্ড মরিন, ছবি: সংগৃহীত

পাকিস্তান স্টক এক্সচেঞ্জের (পিএসএক্স) প্রধান নির্বাহী অফিসার (সিইও) রিচার্ড মরিন পদত্যাগ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৮মে) মরিন পদত্যাগের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

দ্যা নিউ নিউজ জানায়, গত ০৯ মে পাকিস্তান বোর্ডের বোর্স কমিটি রিচার্ড মরিন কানাডিয়ান ওয়েল্থ ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে কাজ করছে কিনা জানতে চেয়ে নোটিশ জারি করেছিল। তার প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন।

তার পদত্যাগ পত্র গ্রহণও করেছেন পিএসএক্সের পরিচালনা পরিষদ। তার পদত্যাগের বিষয়টি পাকিস্তানের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জানিয়েছে পিএসএক্স। কর্তৃপক্ষ নতুন করে সিইও নিয়োগের বিষয়টি অনুমোদনের জন্য কাজ করছে।

মরিন ২০১৮ সালের জানুয়ারি মাসে প্রথম নন-পাকিস্তানি সিইও হিসেবে যোগদান করেছিলেন। তিনি কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স (বিএসসি) এবং এমসি গ্রিল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।