চীনে দুর্লভ প্রজাতির আলবিনো পান্ডার সন্ধান!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্লভ প্রজাতির আলবিনো পান্ডা, ছবি: এএফপি

দুর্লভ প্রজাতির আলবিনো পান্ডা, ছবি: এএফপি

ছবি প্রকাশের পর থেকে পান্ডা বিশেষজ্ঞরা হতবাক। ছবি দেখে কিছু বলারও ভাষা পাচ্ছেন না তারা। চীনের সিনচুয়াং প্রদেশের ওলং নামের এক সংরক্ষিত বনাঞ্চলে ইনফ্রা-রেড ক্যামেরায় দুর্লভ প্রজাতির পান্ডার ছবি ধরা পড়ার পর থেকেই হতবাক চীনের পান্ডা বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (২৭ মে) কোনো এক সময় ইনফ্রা-রেড ক্যামেরায় পান্ডাটির ছবি ধরা পড়ে। 

বিজ্ঞাপন

ইনফ্রা-রেড ক্যামেরায় ছবিটি ধরা পড়ার উচ্ছ্বসিত বনের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ওই জায়গায় আরও ইনফ্রা-রেড ক্যামেরা সংযুক্ত করব যেন পান্ডাটির বেড়ে ওঠা আমরা নজরদারিতে রাখতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা এটাও নজরদারিতে রাখব সাধারণ বড় পান্ডাদের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক আছে কিনা।’

পান্ডা বিশেষজ্ঞদের থেকে জানা যায়, আলবিনো প্রজাতি সাধারণ পান্ডার মধ্যে দেখা গেলেও সম্পূর্ণ সাদা পান্ডা এবারই প্রথম ক্যামেরায় ধরা পড়ে।

সূত্র: বিবিসি