এবার ‘জীবন্ত’ মোনালিসা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোনালিসা, ছবি: সংগৃহীত

মোনালিসা, ছবি: সংগৃহীত

লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা বিখ্যাত মোনালিসাকে ‘জীবন্ত’ করে তুলেছেন স্যামসাংয়ের এআই গবেষকরা।

মস্কোর স্যামসাংয়ের গবেষণাগারে ডিপফেক টেকনোলজির মাধ্যমে মোনালিসার একটি ভিডিও তৈরি করা হয়েছে। যাতে মোনালিসাকে মাথা, মুখ ও চোখ নাড়িয়ে অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায়। ডিপফেক টেকনোলজি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (কৃত্তিম বুদ্ধিমত্তা) মাধ্যমে বিভিন্ন মানুষ বিশেষ করে সেলিব্রেটিদের ছবি থেকে ভিডিও করা হয়। অনেক সময় পর্নগ্রাফিতেও এই প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে।

বিজ্ঞাপন
Marilyn Monroe
মেরিলিন মনরো, ছবি: সংগৃহীত

 

এর মাধ্যমে এর আগে সালভাদর দালি, অ্যালবার্ট আইনস্টাইন, ফেডোর ডাস্টয়েভস্কি এবং মেরিলিন মনরোর ছবিকে জীবন্ত রূপ দেওয়া হয়।

এই প্রযুক্তি ব্যবহার করে এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভুয়া ভিডিও করা হয়।

এআই সিস্টেম মানুষের মুখের অবয়ব এঁকে তা কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে নাড়ানোর ব্যবস্থা করে।

সূত্র: বিবিসি