নবজাতক ব্রিটিশ রাজপুত্রের নাম আর্চি হেরিসন মাউন্টব্যাটন-উইন্ডশোর

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

প্রিন্স হ্যারির কোলে ব্রিটিশ নবজাতক, ছবি: সংগৃহীত

প্রিন্স হ্যারির কোলে ব্রিটিশ নবজাতক, ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজ পরিবারের নবজাতক রাজপুত্রের নাম রাখা হয়েছে আর্চি হেরিসন মাউন্টব্যাটন-উইন্ডশোর।

বৃটেনের রাজপরিবারে যোগ হলো নতুন নাম। ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসে সোমবার (৬ মে) স্থানীয় সময় ভোর ৫টা ২৬ মিনিটে এই নবজাতকের জন্ম হয়।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/08/1557332969289.jpg

বাবা রাজকুমার প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ম্যাগান মার্কেল ফুটফুটে পুত্র সন্তান নাম নিয়ে খুবই খুশি। উচ্ছ্বসিত হ্যারি জানিয়েছেন, আমি খুবই গর্বিত। দারুণ এক অনুভূতি। মেগান ও ছেলে দুজনই বেশ ভালো আছেন।

প্রসঙ্গত, মেগনের প্রেগনেন্সি নিয়ে বহুদিন ধরেই চলছিল নানা জল্পনা। ছড়িয়েছিল বিভিন্ন গুজব। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে কেবল একটাই প্রশ্ন ঘুরছিল। রাজ পরিবারের নতুন সদস্য ছেলে হবে না মেয়ে সেই নিয়ে শুরু হয়েছিল চর্চা। কয়েকজনের ইচ্ছা ছিল মেগন যেন কন্যা সন্তানের জন্ম দেয়। অন্যদিকে কয়েকজনের মতে তাদের ছেলে হওয়ার আশা ছিল বেশি।

আরও পড়ুন: ব্রিটিশ রাজপুত্রের পহেলা দর্শন