সুইডেনে কোরআন পোড়ানো ব্যক্তিকে গুলি করে হত্যা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রকাশ্যে পবিত্র কোরআনের কপি পুড়িয়ে আলোচনায় আসা সালওয়ান মোমিকাকে (৩৮) গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে সুইডেনে তার অ্যাপার্টমেন্টে তাকে হত্যা করা হয়। খবর বিবিসি। 

বিজ্ঞাপন

স্টকহোম পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, মোমিকাকে গুলি করার সময় তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করছিলেন।

বিজ্ঞাপন

২০২৩ সালে মোমিকা স্টকহোম সেন্ট্রাল মসজিদের বাইরে কোরআনের একটি কপিতে আগুন দিয়েছিলো। 

উল্লেখ্য, সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটানো ইরাকের নাগরিক মোমিকাকে এর আগে নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে খবর প্রকাশ করেছিল আন্তর্জাতিক কিছু গণমাধ্যম। যদিও পরে তার সত্যতা নিশ্চিত করা যায়নি।

এবার ব্যাপক সমালোচিত ওই ব্যক্তির নিহতের খবর দিলো সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।