গাজায় ২ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনের উত্তর গাজা উপত্যকায় সশস্ত্র বাহিনী হামাসের হামলায় দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে 'পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে' ইসরায়েলি এক সেনা স্নাইপার এবং এক সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে।
তবে, হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে, গাজা-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে এ পর্যন্ত ১৩ হাজার ৫০০ জন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্য আহত হয়েছে। এর মধ্যে এক হাজার ৫০০ জন দু’বার আহত হয়েছে।
আহত সৈন্যদের ৩৭ শতাংশ অঙ্গ-প্রত্যঙ্গের আঘাতে ভুগছেন, যাদের বেশিরভাগই হাড়ে আঘাত পেয়েছে।
এছাড়া, প্রায় ৫ হাজার ২০০ জন মানসিক রোগে ভুগছেন।