‘লেবানন-ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে রিয়াদ কনফারেন্স’
ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, লেবানন ও ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করতে রিয়াদে ইরান ও সৌদি আরবের মধ্যে পরামর্শ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য আরব ও ইসলামিক সম্মেলনে যোগ দেওয়ার আগে ইরানের মেহরাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তিনি এ মন্তব্য করেন।
সোমবার (১১ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এ খবর জানায়।
মোহাম্মদ রেজা আরেফ বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আরব ও ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, লেবানন ও ফিলিস্তিনে যুদ্ধ শেষ করা এবং সেইসঙ্গে রক্তের হোলি বন্ধ করা।
সম্মেলনের সাফল্য সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, এই পরামর্শমূলক আলোচনা এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) বৈরিতা দূর করতে সহায়ক হবে।
তিনি আরো বলেন, এই সম্মেলনে ত্রাণ সহায়তা, ফিলিস্তিনি ও লেবাননি শরণার্থী এবং শত্রুদেশের অধিকৃত অঞ্চলে যে অপরাধ সংঘটিত হয়েছে, সে বিষয়েও রিয়াদ সম্মেলনে আলোচনা গুরুত্ব পাবে।