স্পেনে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়াল
স্পেনে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে। এর মধ্যে শুধু পূর্ব ভ্যালেন্সিয়া অঞ্চলেই মারা গেছেন ১৫৫ জন। নিখোঁজ রয়েছে আরও কয়েক ডজন মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার।
শুক্রবার (১ নভেম্বর) যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এই অঞ্চলের প্রেসিডেন্ট কার্লোস ম্যাজন ক্ষতিগ্রস্তদের জন্য ২৫০ ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
জরুরী উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্তদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে কর্মকর্তারা এখনও নিখোঁজদের সংখ্যা প্রকাশ করেননি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বন্যার পানির তীব্র স্রোত সেতু এবং ভবন ভাসিয়ে নিয়ে যায়। মানুষকে নিজেদের রক্ষা করার জন্য ছাদে আশ্রয় নেয়। অনেকে গাছ আঁকড়ে ধরে রাখে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চরম পরিস্থিতির কারণে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।