ইরানে এলিট সদস্যদের যোগাযোগ ডিভাইস ব্যবহার নিষিদ্ধ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

যোগাযোগের ডিভাইস/ছবি: সংগৃহীত

যোগাযোগের ডিভাইস/ছবি: সংগৃহীত

ইরান সে দেশে এলিট সদস্যদের জন্য যোগাযোগের যে কোনো ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে।

সম্প্রতি, লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ৩৯ জন নিহত ও প্রায় ৩ হাজার লোক আহত হওয়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ সেপ্টেম্বর) ইরানের এলিট রেভোলুশনারি গার্ডস করপস (আইআরজিসি) বরাত দিয়ে যুক্তরাজ্যে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, ইরানের নিরাপত্তা সংস্থার কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, লেবাননে ইসরায়েল ক্রমাগত হামলার পরিপ্রেক্ষিতে ইরানের পারমাণবিক কেন্দ্র, মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রের নিরাপত্তা আরো কড়াকড়ি করা হয়েছে।

এদিকে, আইআরজিসি’র দুজন কর্মকর্তা জানিয়েছেন, নির্দেশ জারির পর কোনো সদস্য যোগাযোগের ডিভাইস ব্যবহার করছেন কিনা, তা খতিয়ে দেখা হবে।

তারা জানান, দেশে বা বিদেশে তৈরি যোগাযোগের ডিভাইস আইআরজিসি’র সদস্যরা ব্যবহার করতে পারবেন না বিশেষত মধ্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য।

উল্লেখ্য, ইরান তাদের যোগাযোগের ডিভাইস মূলত রাশিয়া ও চীন থেকে আমদানি করে থাকে।