লেবানন ও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবানন ও গাজায় ইসরায়েলের হামলায় ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে লেবাননে আকাশপথে হামলা করা হলে একজন নিহত ও ১৭ আহত হয়েছেন।
এছাড়া গাজা উপত্যকার দেইর এল-বালাহ এলাকায় ইসরায়েলের হামলায় ৪ শিশুসন্তানসহ এক মা নিহত হয়েছেন। স্কুলের আশ্রয় কেন্দ্রে পৃথক আরও দুটি হামলায় ১০ জন নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিবিসি ও আলজাজিরা এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, হেজবুল্লাহ ঘোষণা করেছে, তারা ইসরায়েলে হামলার সংখ্যা আরও বাড়াবে। সে কারণে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আরও বিস্তৃতি ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অপরদিকে, রাফাল্লায় আলজাজিরার ব্যুরো অফিস ৪৫ দিনের জন্য ইসরায়েল বন্ধ করার ঘোষণার পর বিশ্ব নেতৃবৃন্দ ও প্রেস ফ্রিডম গ্রুপ নিন্দা জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এখন গাজায় মোট ৪১ হাজার ৪শ ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৯৫ হাজার ৮শ ১৮ জন।

অপরদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলা চালালে ১ হাজার ১শ ৩৯ ইসরায়েলি নাগরিক নিহত এবং ২শকে জিম্মি করে নিয়ে যায় হামাস।