জাপানে বন্যায় মৃত ৬, নিখোঁজ ১০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপানে প্রবল বন্যা ও ভূমিধসে ৬ জন নিহত ও ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, রোববার ইশিকাওয়া প্রশাসনিক এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে প্রবল বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৬ জন মারা গেছেন এবং ১০ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি ওয়াজিমা ও সুজু এলাকায় তীব্র ভূমিকম্প হলে বেশ ক্ষয়ক্ষতি হয়। এই অঞ্চল দুটি এখনো সে ক্ষতি পুষিয়ে ওঠার আগেই রোববার ও সোমবার ভোররাতেও সেখানে বন্যা প্রবলভাবে আঘাত হানে।

পুরো সেপ্টেম্বরে শুরু হওয়ায় ভারী বর্ষণ ও রোববারের বৃষ্টির ফলে বন্যার মুখোমুখি হয়েছে ওয়াজিমা ও সুজু শহর। এতে করে নদীর পাড় ভেঙেছে। অনেক রাস্তার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

অপরদিকে, ভূমিধসে দুইজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন বয়স্ক পুরুষ ও একজন বয়স্ক নারী রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত এ সব এলাকায় ভারী বর্ষণ হতে পারে।