উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দায় দক্ষিণ কোরিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে উত্তর কোরিয়ার ব্যর্থ প্রচেষ্টার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

রয়টার্স জানিয়েছে, সিউল মঙ্গলবার (২৮ মে) নিন্দা জানিয়ে বলেছে, এই ধরনের প্রচেষ্টা একটি উস্কানিমূলক কাজ, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।

বিজ্ঞাপন

এএফপি জানিয়েছে, উত্তর কোরিয়া কর্তৃক এই ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে এটি ছিল দ্বিতীয় ঘটনা।

এর আগে উত্তর কোরিয়া সোমবার (২৭ মে) রাতে জানায়, তাদের ‘মালিগিয়ং-১-১’ নামের গোয়েন্দা স্যাটেলাইট বহনকারী রকেটটি ইঞ্জিন সমস্যার কারণে উৎক্ষেপণের কয়েক মিনিট পর বিস্ফোরিত হয়েছে।

গত বছরের শেষের দিকে দুই দফা ব্যর্থ প্রচেষ্টা চালানোর পর গত নভেম্বরে কক্ষপথে একটি গুপ্তচর স্যাটেলাইট স্থাপন করার দাবি করে উত্তর কোরিয়া।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, এই স্যাটেলাইট উৎক্ষেপণ কিম জং উনের শাসনামলের একটি শীর্ষ অগ্রাধিকার প্রকল্প।

জাপানি সম্প্রচার কেন্দ্র এনএইচকে’র মঙ্গলবারের পরিবেশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আকাশে একটি জ্বলন্ত প্রজেক্টাইল ছুটে চলার সময় বিস্ফোরিত হচ্ছে। উৎক্ষেপণের সময় এটি উত্তর-পূর্ব চীন থেকে ক্যামেরাবন্দী করা হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কার্যালয় বলেছে, ‘এমন স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং এটি একটি উস্কানিমূলক কাজ।’