তামিলনাড়ুতে ১৬ আসনে প্রার্থী ঘোষণা করল এডিএমকে

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতে লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে দুই দলের সঙ্গে জোট করেছে এডিএমকে। বুধবার (২০ মার্চ) দলটির প্রধান তথা তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ইকে পলানীস্বামী ১৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

জোটের শর্ত মোতাবেক আঞ্চলিক দল পুথিয়া তামিলাগনের পাশাপাশি সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়াকে (এসডিপিআই) একটি আসন ছেড়েছে প্রয়াত জয়ললিতার দল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দক্ষিণ ভারতের রাজনীতিতে কট্টরপন্থী সংখ্যালঘু সংগঠন বলেই এসডিপিআইয়ের পরিচিতি রয়েছে।

এদিকে, আগামী ১৯ এপ্রিল প্রথম দফাতেই তামিলনাড়ুর ৩৯টি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়ন শুরু হয়েছে বুধবার থেকে।

লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে ধাক্কা খেয়েছে সে রাজ্যের প্রধান বিরোধী দল এডিএমকে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অন্বুমণি রামডসের দল পট্টালি মাক্কাল কাচ্চি (পিএমকে) পলানীস্বামীকে ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দিয়েছে।

অন্যদিকে, পলানীস্বামীর সঙ্গে সংঘাতের কারণে এডিএমকে থেকে বহিষ্কৃত আরেক সাবেক মুখ্যমন্ত্রী ও পন্নীরসেলভমও বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেছেন।