কানাডায় রহস্যময় আগুনে পুড়ে ভারতীয় দম্পতির মৃত্যু
কানাডায় আগুনে পুড়ে মারা গেছেন ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি। নিহত দম্পতির নাম রাজীব ওয়ারিকু এবং শিল্পা ওয়ারিকু। একই ঘটনায় মৃত্যু হয়েছে দম্পতির কিশোরী কন্যা মেহেকেরও।
এনডিটিভি জানিয়েছে, গত ৭ মার্চ কানাডার অন্টারিওতে ঘটনাটি ঘটে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করে।
স্থানীয় পুলিশের ধারণা, বাড়িতে আগুন লাগার কারণে মৃত্যু হয়েছে ওই পরিবারের সদস্যদের। কিন্তু, সেই আগুন কী ভাবে লাগল, তার সুরাহা এখনো করতে পারেননি তদন্তকারীরা।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়ারিকু পরিবারে আগুন লাগার ঘটনা রহস্যময়। আগুন লাগার সময় তাদের বাড়িতে আরও কেউ ছিলেন কি না, তা পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
পুলিশ জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত ওই পরিবার অন্টারিওর ব্রাম্পটনের ভ্যান কার্ক ড্রাইভ এলাকায় বসবাস করত। গত ৭ মার্চ এক প্রতিবেশী তাদের বাড়িতে আগুন জ্বলতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। এর পরেই আগুন নিভিয়ে মৃতদের উদ্ধারের কাজে নামেন ফায়ার সার্ভিসকর্মীরা।
পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আগুন লাগার কারণও খুঁজে বের করতেও তৎপর হয়েছেন তদন্তকারীরা।