সোমালি জলদস্যুদের ছিনতাই অপচেষ্টা ভণ্ডুলের দাবি ভারতের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা সোমালি জলদস্যুদের ছিনতাই চেষ্টা ভণ্ডুল করেছে বলে দাবি করেছে। 

শনিবার (১৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ভারতের নৌবাহিনীর কর্মকর্তারা জানান, মাল্টার পতাকাবাহী জাহাজ রুয়েন দিয়ে শুক্রবার (১৫ মার্চ) সোমালি জলদস্যুরা ছিনতাইয়ের চেষ্টা করছিল। তবে এটি ভণ্ডুল করে দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে সোমালি জলদস্যুরা এই জাহাজটি ছিনতাই করে বলে জানান তারা।

ইউরোপীয় ইউনিয়নের নেভালফোর্সের ধারণা, এই জাহাজটি দিয়ে তারা বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর নিয়ন্ত্রণ নেয়। 

উল্লেখ্য, গত ৪ মার্চ বাংলাদেশের এস আর শিপিংয়ের ১৩ মিটার গভীরতার জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়। এরপর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খবর আসে, ভারত মহাসাগরে জাহাজটি ছিনতাই হয়েছে।