পার্লামেন্ট অবরুদ্ধ করায় থানবার্গকে সরিয়ে দিল সুইডিশ পুলিশ

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিক্ষোভের সময় গ্রেটা থানবার্গসহ অন্যান্য জলবায়ু কর্মীদের বুধবার (১৩ মার্চ) জোরপূর্বক সরিয়ে দিয়েছে সুইডেনের পুলিশ।

থানবার্গ এবং ওই জলবায়ু কর্মীরা পার্লামেন্টে প্রবেশে বাধা দেওয়ায় তাদের চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো পুলিশ ভ্যানে করে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

থানবার্গ এবং কয়েক ডজন পরিবেশবাদী গত সোমবার জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদে সুইডেনের পার্লামেন্টের প্রধান প্রবেশপথগুলো অবরুদ্ধ করতে শুরু করে।

তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে সুইডেনের একচোখা নীতির কারণ দেশটির রাজনৈতিক নিষ্ক্রিয়তা।

পুলিশ ওই বিক্ষোভে প্রথমে হস্তক্ষেপ না করলেও মঙ্গলবার সকালে ফের বিক্ষোভ শুরু হলে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

প্রসঙ্গত, ২১ বছর বয়সি থানবার্গ তার সাপ্তাহিক প্রতিবাদ হিসাবে তরুণ জলবায়ু কর্মীদের মধ্যে পরিচিত মুখ হয়ে ওঠেন ২০১৮ সালে।

তখন সুইডিশ পার্লামেন্টের সামনে জলবায়ু কর্মীদের বিক্ষোভ শুরু হয়ে তা মহাদেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং বিশ্বব্যাপী যুব আন্দোলনে পরিণত হয়।

স্টকহোম পুলিশ বলেছে, যদিও জলবায়ু কর্মীদের পার্রামেন্টের বাইরে বিক্ষোভ করার অধিকার ছিল, কিন্তু তারা প্রবেশপথে অবরোধ সৃষ্টি করায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে।