প্রথমবারের মতো বিধ্বস্ত হলো ভারতের তৈরি ‘তেজস’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতীয় বিমান বাহিনীর জন্য দেশীয়ভাবে তৈরি যুদ্ধবিমান ‘তেজস’ মঙ্গলবার (১২ মার্চ) দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বিধ্বস্ত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, প্রায় আট বছর আগে তেজস নামের এই যুদ্ধবিমানটি যুক্ত হওয়ার পর এই ধরনের ঘটনা এটাই প্রথম।

বিজ্ঞাপন

ভারতের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানটি বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বের হতে পেরেছেন।’

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সররাস্ত্র খাতে দেশীয় উৎপাদনের উপর জোর দিচ্ছে। কারণ, প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বের অন্যতম বৃহত্তম আমদানিকারক হিসাবে তার এতদিনের রেকর্ড বদলে ফেলতে চাচ্ছে নয়াদিল্লি।

‘তেজস’ একটি সংস্কৃত শব্দ, যার অর্থ শিখা বা তেজ। ভারতের সোভিয়েত যুগের নৌবহরকে আধুনিকীকরণের জন্য দীর্ঘ অপেক্ষার পর ২০১৬ সালে এটি ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।

বিমান বাহিনীর একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মঙ্গলবারের দুর্ঘটনাটি দুই দশকেরও বেশি আগে প্রথম পরীক্ষামূলক ফ্লাইটের পর বিমানটির নিরাপত্তা রেকর্ড ভেঙে দিয়েছে।

ভারত সরকার ২০২১ সালে ৮৩টি তেজস জেটের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে ৬ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছিল।