ইউক্রেনের ৪৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাশিয়ার দক্ষিণাঞ্চলে শনিবার (৯ মার্চ) ইউক্রেনের ৪৭টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মস্কো।

রয়টার্স জানিয়েছে, বেশিরভাগ ড্রোনই ধ্বংস করা হয়েছে ইউক্রেন সীমান্তবর্তী রোস্তভ এলাকায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রাশিয়ার সামরিক অভিযান তীব্র করার পরে নিয়মিতভাবে রাশিয়ায় ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন।

রাশিয়ান সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেছে, ‘বেলগোরোড অঞ্চলে একটি, কুরস্ক অঞ্চলে দুটি, ভলগোগ্রাদ অঞ্চলে তিনটি এবং রোস্তভ অঞ্চলে ৪১টি ড্রোন আটকে দিয়েছে এবং ধ্বংস করেছে মস্কোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।’

দক্ষিণ রোস্তভ অঞ্চলটি রাশিয়ার সেনাবাহিনীর ইউক্রেনে সামরিক অভিযানের পরিকল্পনা করার একটি কেন্দ্র।

রোস্তভের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ইউক্রেনের রাশিয়া-অধিকৃত অংশের কাছে আজভ সাগরের তাগানরোগ শহরে একটি ড্রোন হামলা হয়েছে।

তিনি বলেন, ‘ওই হামলায় একজন উদ্ধারকর্মী আহত হলেও কেউ নিহত হয়নি।’

রুশ সেনাবাহিনীর ঘনিষ্ঠ সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো বলেছে, ‘তাগানরোগে একটি বিমান চালনা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।’

সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো আরও অভিযোগ করেছে যে, ওই আরেকটি লক্ষ্য ছিল মরোজোভস্ক শহরে রাশিয়ার আরও একটি সামরিক বিমান ঘাঁটি।

কুরস্ক অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের হামলায় কুরস্কের প্রধান শহরে একটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে।