ইমরান খানসহ অন্যান্য নেতাদের মুক্তি দাবি গহর খানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)’র প্রধান নেতা ইমরান খানসহ কারাবন্দি দলের অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন দলটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান।
রোববার (১১ ফেব্রুয়ারি) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির গতকালের বক্তব্য প্রদানের পর গহর খান আজ এ দাবি করেন।
পাকিস্তানী সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে গতকাল কথা বলেছেন সেনাপ্রধান আসিম মুনির। এতে তিনি বলেন, মেরুকরণ এবং নৈরাজ্যের রাজনীতি থেকে সরে আসার জন্য আমাদের হাতকে ঐক্যবদ্ধ করতে হবে।
জেনারেল আসিম মুনির নির্বাচনকে ‘হেইলিং টর্চ’ বলে মন্তব্য করেন। তার এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার গহর বলেন, তাহলে দেশের কোনো রাজনৈতিক নেতাকে কারাগারে থাকা উচিত নয়।
ইমরান খানের হয়ে কোর্টে লড়াই করছেন ব্যারিস্টার গহর খান। এছাড়া দলকে নেতৃত্ব দিচ্ছেন। আরব নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে গহর খান এসব কথা বলেন। ওই সাক্ষাতকারে তিনি দলের ভবিষ্যত নিয়েও কথা বলেন।