টোকিও ও সিউল সফরে যাচ্ছেন মার্কিন বিশেষ দূত টার্নার
উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ক মার্কিন বিশেষ দূত জুলি টার্নার আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে টোকিও এবং সিউল সফর করবেন বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
রয়টার্স জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী ওই সফরে টার্নার দেশ দুটির সরকারি কর্মকর্তা, কর্মী এবং উত্তর কোরিয়ার দল ত্যাগকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ এসঙ্গে তার ওয়েবসাইটে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন বিশেষ দূত টার্নারের সফর উত্তর কোরিয়ায় মানবাধিকারের প্রচার, সেন্সরবিহীন তথ্যের অ্যাক্সেস বাড়ানো এবং স্থায়ী পরিবর্তনের পক্ষে বেঁচে থাকা কণ্ঠস্বরকে শক্তিশালী করার জন্য মার্কিন প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করবে।’
২০১৭ সাল থেকে চলমান স্থবিরতার পরে টার্নার গত বছরের জুলাই মাসে এই পদটি গ্রহণ করেন। তখন উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে আনার জন্য মনোযোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র ।
এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেনও অবশ্য দায়িত্ব নেওয়ার সময় অঙ্গীকার করেছিলেন যে, তার পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে মানবাধিকার।
কিন্তু, টার্নারকে নিযুক্ত করার পরে সেটিকে যুক্তরাষ্ট্রের ‘দুষ্ট সিদ্ধান্ত’ হিসাবে নিন্দা করেছিল পিয়ংইয়ং।