সিউলকে ধ্বংস করতে দ্বিধা করবে না পিয়ংইয়ং : কিম

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অঙ্গীকার করে বলেছেন, দক্ষিণ কোরিয়া শক্তি প্রয়োগ করলে সিউলকে ধ্বংস করতে দ্বিধা করবে না পিয়ংইয়ং।

প্রতিবেশী এ দেশ দুটির মধ্যে সম্পর্ক একেবারে চরম পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে তিনি এমন অঙ্গীকার ব্যক্ত করেন বলে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু’ দেশ হিসাবে ঘোষণা করেছিল পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া।

কেসিএনএ জানিয়েছে কিম বলেছেন, ‘শত্রুরা আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগের সাহস দেখালে আমরা এমন কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবো, যা ইতিহাস বদলে দেব। আমরা তখন সিউলকে ধ্বংস করে ফেলতে একেবারে শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবো না।’

কিম আরও বলেন, ‘এক্ষেত্রে শান্তি প্রার্থনা করার বা আলোচনা করার কিছু নেই।’

কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান চলাকালে কিম এসব মন্তব্য করেন।

কিমের এই বিবৃতিতে দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে গত জানুয়ারিতে দেওয়া মন্তব্যের প্রতিধ্বনি হয়েছে।

ওই বিবৃতিতে কিম বলেছিলেন যে, তাদের সামরিক বাহিনীর উচিত উস্কানি দিলে শত্রুকে ধ্বংস করে ফেলা।