ফিলিপাইনে সোনারখনিতে ভূমিধস, ২ বাস মাটিচাপা, আহত ১১
ফিলিপাইনের এক সোনারখনিতে বৃষ্টির কারণে ভূমিধস হয়েছে। এতে শ্রমিকদের বহনের জন্য অপেক্ষারত দুটি বাস মাটি চাপা পড়েছে এবং এ ঘটনায় ১১ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বাসের ভেতরে কতজন ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) ফ্রান্সের বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ফিলস্টার গ্লোবাল এ খবর জানায়।
খবরে বলা হয়, ফিলিপাইনের পাহাড়ি প্রদেশ দাভাও ডে ওরো-এর ম্যাকো পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রয়টার্স জানায়, ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওয়ে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোনারখনি এলাকায় ভূমিধস হয়। এসময় শ্রমিকদের পরিবহনের জন্য অপেক্ষারত দুটি বাস ধসে মাটির নিচে চাপা পড়ে যায়।
সে সময় বাসে কতজন ছিলেন, তা জানা যায়নি। তবে ভূমিধসে ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন বলে খনি পরিচালনার দায়িত্বে থাকা এপেক্স মাইনিং বুধবার সামাজিক সাইট ফেসবুকে পোস্ট করে জানিয়েছে।
এঘটনার পর ম্যাকো পৌরসভার সংলগ্ন এলাকার পাঁচটি গ্রামের লোকজনকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।