ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করার দাবি রাশিয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেন সীমান্তবর্তী পশ্চিম বেলগোরোদ অঞ্চলে রাতে কিয়েভের একটি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া।

রাশিয়া মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে ওই দাবি করেছে বলে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে সোমবার জানিয়েছে, ‘আজ রাতে রুশ ফেডারেশন অঞ্চলের লক্ষ্যবস্তুতে কিয়েভের সাতটি ড্রোন ব্যবহার করে হামলা চালানোর একটি প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে।’

মন্ত্রণালয়টি হামলার সঠিক স্থান বা ক্ষয়-ক্ষতির বিষয়ে কোনও তথ্য না জানিয়ে বলেছে, বেলগোরোদ অঞ্চলে মোতায়েন করা মস্কোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ইউক্রেনের সমস্ত ড্রোনকে আটকানো হয়েছে।

তবে বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ‘গুবকিন নগরী ইউক্রেনের ড্রোন হামলার শিকার হয়েছে।’

গ্ল্যাডকভ টেলিগ্রামে বলেন, ‘ওই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোর জানালা ভেঙে গেছে, ছাদ, সম্মুখভাগ ও বেড়া ধসে গেছে।’

প্রসঙ্গত, সম্প্রতি রাশিয়ান ভূখন্ডের বিরুদ্ধে বিশেষত সীমান্ত অঞ্চলগুলোর পাশাপাশি রাজধানী মস্কো ও উত্তরাঞ্চলীয় নগরী সেন্ট পিটার্সবার্গ লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা বাড়িয়েছে।

৩০ ডিসেম্বর আঞ্চলিক রাজধানী বেলগোরোদে এই ধরনের সবচেয়ে মারাত্মক হামলায় ২৫ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়।

ওই ঘটনায় আরও কয়েক শত লোককে সরিয়ে নেওয়া হয়েছে।