পাকিস্তানে থানায় সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি থানায় সশস্ত্র হামলার ঘটনায় অন্তত ১০ পুলিশ নিহত ও ছয়জন আহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে জেলার চদওয়ান পুলিশ স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। খবর পাকিস্তাভিত্তিক সংবাদমাধ্যম ডনের।

বিজ্ঞাপন

দেশটির পুলিশ জানিয়েছে, ভোর ৩টার দিকে জেলার তহসিল দারাবনে সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে থানায় হামলা চালায়। হামলায় ১০ নিহত ও ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স (ডিএইচকিউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র সন্ত্রাসীরা থানার চারদিক থেকে গ্রেনেড ও ভারী গুলি নিয়ে হামলা চালায়। পুলিশও পাল্টা জবাব দেয়, কিন্তু সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পুলিশ আরও জানিয়েছে, তারা ওই এলাকা ঘেরাও করেছে এবং পলাতক সন্ত্রাসীদের খুঁজতে অভিযান চালাচ্ছে। পুলিশ লাইনে নিহতদের জানাজা হবে বলেও জানা গেছে।

চলতি বছরের জানুয়ারি মাসে কোহাত, মিরানশাহ এবং লাকি মারওয়াতে দুটি ভিন্ন সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজন পুলিশ এবং দুইজন সেনা সদস্য নিহত হয়েছেন।