মার্কিন সাংবাদিকের আটকের মেয়াদ বাড়িয়েছে রাশিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গুপ্তচরবৃত্তি এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার হওয়া মার্কিন-রাশিয়ান সাংবাদিক আলসু কুরমাশেভার আটকের মেয়াদ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাড়িয়েছে রাশিয়ার একটি আদালত।

আলজাজিরা জানিয়েছে, আইন লঙ্ঘনের জন্য তিনি ১৫ বছরের কারাদণ্ডের মুখোমুখি তিনি।

বিজ্ঞাপন

রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও লিবার্টির সাংবাদিক আলসু কুরমাশেভাকে বিদেশি এজেন্ট হিসেবে প্রমাণিত করতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ২০২৩ সালে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আগামী ৫ এপ্রিল বিচার শুরু হওয়ার আগপর্যন্ত আটকে রাখার নির্দেশ দিয়েছেন কাজান শহরের একটি আদালত।

২০২৩ সালের অক্টোবরে আলসু কুরমাশেভাকে গ্রেফতারের পর ইউক্রেনে রাশিয়ার হামলা সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছিল বলে জানিয়েছে রেডিও ফ্রি ইউরোপ।