পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি-সেনা সংঘর্ষে নিহত ১৫

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বেলুচিস্তানে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে চার পাকিস্তানি সেনা এবং দুই বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই বলেছেন, গত সোমবার রাতে একটি আধা সামরিক সদর দপ্তর এবং একটি পুলিশ স্টেশনসহ অন্তত তিনটি রাষ্ট্রীয় স্থাপনায় সমন্বিত হামলা হয়েছে। আত্নঘাতী ওই হামলার পরই সংঘর্ষ শুরু হয়।

ওই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।

বেলুচিস্তানে প্রাদেশিক কর্মকর্তারা মঙ্গলবার (৩০ জানুয়ারি) এএফপিকে বলেছেন, ‘সংঘর্ষে কমপক্ষে ৬ জঙ্গি নিহত হয়েছে।’

তবে সামরিক বাহিনী পরে বলেছে, ‘ওই সংঘর্ষে তিন আত্মঘাতী বোমা হামলাকারীসহ ৯ সন্ত্রাসী মারা গেছে।’

পাকিস্তান সামরিক বাহিনীর তথ্য শাখা আইএসপিআর বলেছে, ‘ব্যাপক গুলি বিনিময়ের সময় আইন প্রয়োগকারী সংস্থার চার সদস্য এবং দুই নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’

এএফপির এক ফটোগ্রাফার বোলান কলোনিতে বেশ কয়েকটি ট্রাকের পোড়া ধ্বংসাবশেষ দেখতে পেয়েছেন।

প্রসঙ্গত, ইসলামাবাদ কয়েক দশক ধরে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পাকিস্তানের বৃহত্তম এবং দরিদ্রতম প্রদেশ বেলুচিস্তানে জাতিগত বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সঙ্গে লড়াই করে আসছে।