মালদ্বীপের সংসদে এমপিদের ‘কিল-ঘুষি, চুল টানাটানি, ধস্তাধস্তি’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালদ্বীপের সংসদের ভেতর মারামারির ঘটনা ঘটিয়েছেন কয়েকজন এমপি। এ সময় এমপিরা একে-অপরকে কিল ঘুষিও মেরেছেন। মারামারির কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন দিতে সংসদের বিশেষ অধিবেশন বসে। সেখানেই চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তিতে জড়ান দুই এমপি।

বিজ্ঞাপন

মালদ্বীপের অনলাইন সংবাদমাধ্যম আধাদু জানিয়েছে, সরকার দলের এমপিরা বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন। বিরোধী দলের এমপিরা নতুন চার মন্ত্রীকে মন্ত্রীসভায় যোগদানের বিলে অসম্মতি জানান। এরপরই বিরোধী দল ও সরকারি দলীয় এমপিদের মধ্যে মারামারি লেগে যায়। তারা তাদের চেম্বারে আর প্রবেশ করতে দিচ্ছিলেন না।

এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজুর জোট একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে, মন্ত্রিসভার সংযোজন বিলে সম্মতি না দিয়ে বিরোধী দলের এমপিরা সাধারণ মানুষের ইচ্ছা বাধাগ্রস্ত করেছে। তারা স্পিকারের পদত্যাগও দাবি করেছে।