ফের উত্তপ্ত রাখাইন, পালাচ্ছে হাজার হাজার মানুষ
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যর বুচিডং-এ ফুমালি নামক গ্রামে আরাকান আর্মি ও মিয়ানমার (জান্তা) সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ লড়াই চলছে বাংলাদেশের টেকনাফ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে।
শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরে শুরু হওয়া এ সংঘর্ষের ঘটনায় অনেক রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানা গেছে।
রাখাইনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক লড়াই হচ্ছে। বর্তমানে বুচিডং এবং আশপাশের অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে জান্তা বাহিনী।
গোপন সূত্রে জানা যায়, মিয়ানমার সেনাবাহিনীর এলআইবি ৫৫১ এর সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে আরাকান আর্মি ফুমালি গ্রামে আশ্রয় নেয়। সে সময় মিয়ানমার সেনাবাহিনীরর ঘাঁটি হতে আর্টিলারি গানসহ ভারী অস্ত্র দ্বারা গোলাবর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, আহতদেরকে বুচিডং হাপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা যায়।
নারিনজারা নামের মিয়ানমারের অপর এক সংবাদমাধ্যম জানিয়েছে, আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর মধ্যে লড়াইয়ের আশঙ্কা থেকে রাখাইন ছাড়ছেন হাজার হাজার মানুষ। বিশেষ করে রাজধানী সিত্তে থেকে অনেকে ইয়াঙ্গুনে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন।