চীনের জিনজিয়াং অঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে রিখটার স্কেলে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি, ২০২৪) স্থানীয় সময় খুব ভোরে ভূমিকম্পটি আঘাত হানে বলে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটড প্রেসের বরাত দিয়ে ইস্ট বে টাইমস এ তথ্য জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর পাওয়া যায়নি। তবে দুটো বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে। এঘটনার পর জিনজিয়াং কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ রেখেছে।

বিজ্ঞাপন

এদিকে, রাষ্ট্রীয় বার্তাসংস্থা জিনহুয়া চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পে দুটো বাড়ি বিধ্বস্ত হয়েছে। দুইশ উদ্ধারকর্মী ভূমিকম্প উৎপত্তি অঞ্চলের দিকে রওয়ানা হয়ে গেছে। ভূমিকম্প আঘাত হানা জিনজিয়াং অঞ্চলে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। বিঘ্নিত হওয়া বিদ্যুৎ ব্যবস্থা ফের সচল করার চেষ্টা চলছে।

তবে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত মেলেনি।