আফগানিস্তানে বিধ্বস্ত রাশিয়ার প্লেন থেকে ৪ যাত্রী জীবিত উদ্ধার  

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ওয়াচডগ জানিয়েছে রবিবার (২১ জানুয়ারি) উত্তর আফগানিস্তানের মস্কোর উদ্দেশ্যে একটি চার্টার প্লেনের দুর্ঘটনা থেকে চারজন বেঁচে গেছেন। সেখানে রাশিয়ান দূতাবাসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্লেনে থাকা অন্য দুই যাত্রীর অবস্থা এখনও স্পষ্ট নয়। খবর সিএনএন'র।

বিজ্ঞাপন

দুই তালেবান প্রাদেশিক কর্মকর্তা বলেছেন, প্লেন থেকে উদ্ধার করা চারজন বর্তমানে এখন তালেবান প্রশাসনের কর্মকর্তাদের সাথে রয়েছেন। ওই কর্মকর্তারা দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করেছেন। তারা জানান, প্লেনের আরও দুই যাত্রী মারা গেছেন।

তালেবান প্রশাসনের শীর্ষ মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বেঁচে যাওয়া চারজনের মধ্যে বিমানের পাইলটও ছিলেন।

এর আগে শনিবার রাতে রাশিয়ার চার্টার্ড বিমানটি আফগানিস্তানে নিখোঁজ হয় বলে জানিয়েছিল রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ। ওই বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন। আফগানিস্তানের স্থানীয় পুলিশও জানায়, তারা একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে।

এদিকে এক বিবৃতিতে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, বিমানটি চার্টার্ড অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। এটি থাইল্যান্ডের পাতায়া থেকে ভারত ও উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল। বিমানটি ১৯৭৮ সাল তৈরি করা হয়েছিল।