ইউক্রেন বাহিনীতে যোগ দিতে চাওয়ায় পাইলটের ৮ বছরের কারাদণ্ড

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরিকল্পনা করার অভিযোগে ৬১ বছর বয়সি অবসরপ্রাপ্ত এক পাইলটকে শুক্রবার (১৯ জানুয়ারি) ৮ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত।

ইউক্রেনের শহর ওডেসায় জন্মগ্রহণকারী ইগর পোকুসিন নামের ওই পাইলট ২০২২ সালের মার্চ মাসে একটি রাশিয়ার সেনাপন্থী ব্যানারে রঙ ঢেলে দিয়েছিলেন এবং সাইবেরিয়ান শহরের একটি স্থানীয় যাদুঘরের দেওয়ালে ‘ইউক্রেন গৌরব’ শব্দটি লিখেছিলেন।

বিজ্ঞাপন

অধিকার গ্রুপগুলো জানিয়েছে, এই অপরাধের জন্য ছয় মাসের স্থগিত সাজা ভোগ করার পর ইউক্রেনের আত্মীয়দের সঙ্গে টেলিট্যাপ করা কলের ভিত্তিতে তার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগ আনা হয়েছিল।

প্রসিকিউটররা অভিযোগ করেছেন যে, পোকুসিন একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তিনি রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেন ভ্রমণের পরিকল্পনা করেছিলেন।

রাশিয়ার সাইবেরিয়ান খাকাসিয়া অঞ্চলের শীর্ষ আদালত বলেছে, ‘পোকুসিন তার ক্রিয়াকলাপ অনুসরণ করতে অক্ষম ছিল। তাকে রাষ্ট্রদ্রোহের অপরাধে আট বছর এবং এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।’

পারভি ওটডেল অধিকার গোষ্ঠী বলেছে, পোকুসিন অস্বীকার করেছেন যে, তিনি কারও পক্ষে লড়াই করার পরিকল্পনা করেছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ শুরু করার পরপরই তার সেনাবাহিনীর সমালোচনাকে অবৈধ করেছে মস্কো এবং সেদেশে হাজার হাজার বিরোধীদের কারান্তরীণ বা নির্বাসিত করা হয়েছে।