বিরল দুর্নীতির মামলায় অভিযুক্ত সিঙ্গাপুরের মন্ত্রী ঈশ্বরান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের একজন মন্ত্রিপরিষদ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। সিঙ্গাপুর পরিচ্ছন্ন শাসনব্যবস্থায় নিজেকে গর্বিত করে। সেই দেশেই এক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে। এমন একটি বিরল অভিযোগ পুরো জাতিকে হতবাক করেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, সিঙ্গাপুরের পর্যটন শিল্প জন্য খ্যাতি পাওয়া মন্ত্রী সুব্রামানিয়াম ইশ্বরনের বিরুদ্ধে ২৭টি অভিযোগ আনা হয়েছে। যদিও অভিযোগের প্রত্যেকটিতেই নিজেকে নির্দোষ দাবি করে আবেদন করেছেন তিনি। তবে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইশ্বরণ নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার দুর্নীতি বিরোধী সংস্থা জানিয়েছে যে, সিঙ্গাপুরে কয়েক দশকের মধ্যে একজন মন্ত্রীকে জড়িয়ে সবচেয়ে হাই-প্রোফাইল দুর্নীতির মামলা এটি।

রয়টার্স জানিয়েছে যে, দেশটির দুর্নীতি তদন্ত ব্যুরো (সিপিআইবি) বলছে, গত বছরের জুলাইয়ে গ্রেপ্তার হওয়া ইশ্বরন, ধনকুবের ওং বেং সেংয়ের কাছ থেকে তার ব্যবসায়িক স্বার্থকে এগিয়ে নেওয়ার বিনিময়ে ২ লাখ ৮৬ হাজার ডলার সমমূল্যের উপহার নেওয়ার অভিযোগ রয়েছে।

রয়টার্স জানিয়েছে যে, দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলে তাকে এক লাখ ডলার পর্যন্ত জরিমানা বা সাত বছরের জেল হতে পারে।