পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৫ সেনা নিহত
পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর সাথে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় পাঁচ সেনা নিহত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে দিয়ে খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
খবরে বলা হয়, শনিবার বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায় সামরিক বাহিনী কয়েক দশক ধরে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। সহিংসতা প্রতিরোধে পাকিস্তানের এই অঞ্চলে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে।
সামরিক বাহিনীর খবরে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। সেখানে সামরিক বাহিনী ও সশস্ত্র ব্যক্তিদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের পর এ বোমা হামলার চালানো হয়। হামলা ও সংঘর্ষের ঘটনায় ৩ জন অস্ত্রধারীও নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
তবে স্বাধীনতাকামী বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে এ অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে। এরআগেও চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্প অবকাঠামোসহ অনেক হামলার ক্ষেত্রে দেখা গেছে বেলুচ বিচ্ছিন্নবাদীরা সেসব হামলার দায় স্বীকার করে।