নেপালে সেতুর ওপর থেকে বাস নদীতে পড়ে নিহত ১২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেপালের ডাং জেলায় একটি যাত্রীবাহী বাস রাপ্তি নদীতে পড়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বাসটি নেপালগঞ্জ থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। এসময় ভালুবাংয়ের রাপ্তি সেতু থেকে ছিটকে পড়ে মহাসড়কের পাশে নদীতে পড়ে যায়।

বিজ্ঞাপন

শনিবার (১৩ জানুয়ারি)সকাল ১টা পর্যন্ত, দুর্ঘটনাস্থল থেকে পাঁচ যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং আরও সাতজনের মরদেহ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

গাড়িটিতে চালকসহ ৩৭ জন আরোহী ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে ছয় নারী ও ১৮ পুরুষকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের উপ-পরিদর্শক সুন্দর তিওয়ারি জানান, আহতদের মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য কোহালপুরের নেপালগঞ্জ মেডিকেল টিচিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বাসচালক লাল বাহাদুর নেপালি (২৮) কে তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।