ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ১৮ বছরের কারাদণ্ড

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভিয়েতনামের একটি আদালত শুক্রবার (১২ জানুয়ারি) দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থান লংকে করোনা ভাইরাস টেস্ট কিট কেলেঙ্কারিতে ঘুষ নেওয়ার মামলায় দোষী সাব্যস্ত করে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার সূত্রে এ খবর জানিয়েছে এনডিটিভি।

বিজ্ঞাপন

ভিয়েতনামের অনলাইন পত্রিকা ফাপ লুয়াট জানিয়েছে, নগুয়েন থান লংকে করোনা ভাইরাস টেস্ট কিট কেলেঙ্কারিতে ২.২৫ মিলিয়ন ডলারের ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।

অভিযোগে বলা হয়েছিল যে, একটি স্থানীয় সংস্থার বিরুদ্ধে করোনা ভাইরাস পরীক্ষার কিট তৈরি এবং তার দাম বাড়াতে রাষ্ট্রীয় অর্থায়নে একটি গবেষণা ইউনিট কমিশন করার জন্য কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করেছেন লং।

যদিও মন্তব্য জানতে নগুয়েন থান লংয়ের আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারেনি রয়টার্স।

নগুয়েন থান লং বিচারের সময় বলেছেন, ‘আমি ভুল করেছি, আমি দুঃখিত।’

এদিকে, ভিয়েতনাম তার বছরব্যাপী দুর্নীতিবিরোধী প্রচারণা জোরদার করেছে, যে অভিযানে দেশটির শত শত সিনিয়র কর্মকর্তাদের দুর্নীতির জন্য তদন্তের আওতায় আনা হয়েছে।

ওই অভিযানের মুখে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুক এবং দুই উপ-প্রধানমন্ত্রীসহ অনেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।