শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে, কাঁপলো ভারত-পাকিস্তানও

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পার্শ্ববর্তী এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে কেঁপে উঠেছে পার্শবর্তী দুই দেশ ভারত এবং পাকিস্তানও।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তিন দেশে একসঙ্গে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আফগানিস্তানে আঘাত হানা ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে আঘাত হানে। দেশটির হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের বাদাখশান প্রদেশের জুর্ম জেলার ভূপৃষ্ঠ থেকে ২১৩ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে এই ভূমিকম্পের।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) বলেছে, রাজধানী ইসলামাবাদ, লাহোর এবং এর আশেপাশের এলাকা এবং খাইবার পাখতুনখাওয়ারসহ কিছু এলাকায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের বিভিন্ন অঞ্চল। বৃহস্পতিবার দুপুরের দিকে দেশটির রাজধানী নয়াদিল্লিসহ উত্তরাঞ্চলের কিছু এলাকায় মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে।