কাবুলে এক সপ্তাহের মধ্যে আইএসের দ্বিতীয় হামলায় নিহত ৩

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কাবুলের পূর্বাঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ওই হামলায় কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। আফগানিস্তানে এক সপ্তাহের মধ্যে সশস্ত্র গ্রুপটির এটি ছিল দ্বিতীয় ভয়াবহ হামলা।

বিজ্ঞাপন

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, কাবুলের পূর্বাঞ্চলে মঙ্গলবার (৯ জানুয়ারি) একটি মিনিভ্যানের কাছে গাড়িতে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে তিন জন নিহত ও চার জন আহত হয়।

তিনি বুধবার এএফপিকে বলেন, পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে এবং হামলার সঙ্গে জড়িত থাকার কথা সে স্বীকারও করেছে।

এদিকে, ইসলামিক স্টেট গ্রুপ তাদের টেলিভিশন চ্যানেলে হামলার দায় স্বীকার করে বলেছে, আইএস সদস্যরা পুল-ই-চরকি কারাগারের কর্মচারীদের পরিবহণ করা একটি গাড়ি লক্ষ্য করে একটি বোমা হামলা চালিয়েছে। এতে প্রায় ১০ জন নিহত হয়েছে।

আইএসের দ্বিতীয় হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়। গত রবিবার দাশত-ই-বার্চি এলাকায় তারা ওই হামলা চালায়।

গত নভেম্বরে দাশত-ই-বার্চিতে একটি বাসে আরেকটি বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়। সেখানে চালানো হামলারও আইএস দায় স্বীকার করেছিল।