তাইওয়ানের আকাশে চীনের স্যাটেলাইট, নাগরিকদের বিমান হামলার সতর্কতা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাইওয়ানের রাষ্ট্রপতি নির্বাচনের কয়েক দিন আগে একটি চীনা স্যাটেলাইট দেশটির দক্ষিণ আকাশসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার পরে একটি দ্বীপব্যাপী বিমান হামলার সতর্কতা জারি করেছে।

এসময় দ্বীপের সকল নাগরিকদের মোবাইলে বিমান হামলার সতর্কতা জারি করে "আপনার নিরাপত্তার জন্য সচেতন হোন" বার্তা পাঠানো হয়।

বিজ্ঞাপন

আগামী শনিবারের প্রধান রাষ্ট্রপতি এবং আইনসভা নির্বাচনের আগে "রাষ্ট্রপতি সতর্কতা" আন্ডারলাইন করা এই লেখা অনেককে ধাঁধায় ফেলে দিয়েছিলো।

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন, নির্বাচনের এত কাছাকাছি সময়ে তাইওয়ানের আকাশসীমায় স্যাটেলাইট উৎক্ষেপণ একটি "গ্রে-জোন" কার্যকলাপ।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের সিচুয়ান প্রদেশের শিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্থানীয় সময় ৩টা ৩ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

চীনা সম্প্রচার মাধ্যম সিসিটিভি নিশ্চিত করেছে যে, কেন্দ্র থেকে আইনস্টাইন প্রোব নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এতে আরও বলা হয়, উৎক্ষেপণ মিশন ‘সম্পূর্ণ সফল’ হয়েছে।

প্রসঙ্গত, চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে এবং ভোটে হস্তক্ষেপের অভিযোগও আনা হয়েছে।